বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী জাইকার প্রেসিডেন্ট

বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন উন্নয়ন সংস্থা জাইকার প্রেসিডেন্ট শিনচি কিতোক। জাপানে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে টোকিওর হোটেল নিউ অটানিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান জাইকার প্রেসিডেন্ট। তিনি আশা করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আগামীতে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

এসময় প্রধানমন্ত্রী হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত জাপানিদের জন্য দুঃখ প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানান তিনি। জাপানের মতোই কৃষি অর্থনীতি থেকে শিল্প অর্থনীতিতে বাংলাদেশকে রূপান্তর করা হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।