বাংলাদেশের সঙ্গে টিকার যৌথ উৎপাদনে প্রস্তুত চীন
ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অফ মিশন হুয়ালং ইয়ান বলেছেন, বাংলাদেশে টিকার যৌথ উৎপাদনের জন্য চীন প্রস্তুত। সরকার অনুমতি দিলেই বাংলাদেশে চীন টিকা উৎপাদন শুরু করবে’।
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালমনাই আয়োজিত ওয়েবিনারে সোমবার (১২ জুলাই) তিনি একথা বলেন।
চীনা কম্যুনিস্ট পার্টির শত বছরপূর্তিতে আয়োজিত এক ওয়েবিনারে ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বলেন, চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে চীন থেকে আরো ৫০ লাখ টিকা আসবে বলে আমরা আশা করছি। বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী আমরা টিকা দিতে পারব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন