বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলমান থাকবে: প্রণয় ভার্মা
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্ব চলমান থাকবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার এ কথা বলেন।
ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-ভারতের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে দুই দেশ।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক আছে এবং আরও সুদৃঢ় থাকবে। ভারত সরকার সব সময় বাংলাদেশের পাশে আছে ভবিষ্যতেও থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন