বাংলাদেশের সিনেমায় গান গাইলেন বলিউড এর অরিজিত্‍ সিং !

টলিউড, বলিউড মাত করে এবার ঢালিউডে পাড়ি দিলেন অরিজিত্‍ সিং । বাংলেদেশের ছবি ‘ঢাকা অ্যাটাক’-এ গান গাইলেন অরিজিত্‍ সিং । তবে শুধু অরিজিত্‍ই নয়, এই ছবির গান লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, আর সঙ্গীত দিয়েছেন অরিন্দম ।

গুলশন অ্যাটাককে প্রেক্ষাপটে রেখেই তৈরি হয়েছে বাংলাদেশের ছবি ‘ঢাকা অ্যাটাক’ । ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি । ছবিটির পরিচালক সানি সানওয়ার !

আগামী ৬ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’। এরই মধ্যে ছবিটি নিয়ে বেশ কৌতূহল আছে দর্শকদের মধ্যে। অ্যাকশন ধাঁচের ছবিটির গল্প লিখেছেন গোয়েন্দা পুলিশের এডিসি সানী সানোয়ার। ফলে ঢাকাই ছবিতে চিরচেনা পুলিশকে এবার অন্যভাবে আবিষ্কার করবে দর্শক। ছবিতে সোয়াট পুলিশ, বোমা নিষ্ক্রিয় দলসহ নানা চমক থাকছে। শুটিংয়ের বন্দুক থেকে শুরু করে কসটিউম—সবকিছু ছিল আসল।

‘ঢাকা অ্যাটাক’ ছবির অভিনেতা আরেফিন শুভ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে ফেসবুক লাইভে এসেছিলেন। সেদিন ইউটিউবে প্রকাশ করা হয় ছবিটির টিজার। পরিচালক দীপংকর দীপন জানালেন, ছবিটি দেশে মুক্তি পাওয়ার পর আগামী ২০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে মুক্তি পাবে বিশ্বের বিভিন্ন দেশে।

ফেসবুক লাইভে এসে আরেফিন শুভ বলেন, ‘শুটিং অনেক আগে শেষ হয়ে গেছে। কিন্তু ছবির কারিগরি অংশটুকু সুন্দরভাবে উপস্থাপনের জন্য ছবি মুক্তিতে সময় লাগছে।’ তাঁর সঙ্গে একমত হয়ে শতাব্দী ওয়াদুদ বলেন, ‘ভালো জিনিসের জন্য সময় দিতে হয়।’ অভিনেতা এ বি এম সুমন বর্ণনা দিলেন তাঁর শুটিং-অভিজ্ঞতার কথা। সোয়াট পুলিশের ১৩-১৪ কেজি ওজনের কসটিউম পরে বান্দরবানের পাহাড়ে উঠতে হয়েছে তাঁকে।