এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব পাকিস্তানের
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে তলবের পর এবার পাল্টা বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সার্ক বিষয়ক মহাপরিচালক ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসানকে তলব করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বাংলাদেশে কর্মরত তাদের কূটনীতিককে দেয়া প্রতিবাদলিপিতে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত শব্দ ব্যবহার করা হয়েছে। যে ভিডিওর বিষয়ে ওই প্রতিবাদলিপি দেয়া হয়েছে তার উৎসও নির্দিষ্ট নয়। এর প্রতিবাদ জানাতেই বাংলাদেশের কূটনীতিককে তলব করা হয়েছে।
বাংলাদেশের হাইকমিশনারকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ যে ভিডিওটি নিয়ে পাকিস্তানি কূটনীতিককে প্রতিবাদলিপি দিয়েছে ওই ভিডিওটির জন্য পাকিস্তানকে দায়ি করা যায় না।
উল্লেখ্য, কয়েক দিন আগে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ফেইসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়।
ওই ভিডিও শেয়ার করার পর মঙ্গলবার ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব (বাইলেটারাল ও কনস্যুলার) কামরুল আহসান তাকে বাংলাদেশের প্রতিবাদলিপি দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন