বাংলাদেশের ৯ বছরের মুগ্ধর কাছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নের হার

দাবাড়ু রায়ান রশিদ মুগ্ধর বয়স ৯ বছর। এই বয়সেই বর্তমানে দাবার দুনিয়ার সবচেয়ে বড় তারকা ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন তিনি।

অনলাইন দাবার প্ল্যাটফর্ম চেস ডট কমে কোচ নাঈম হকের প্রোফাইল থেকে কার্লসেনের বিপক্ষে এক ম্যাচে অংশ নিয়ে এই চমক দেখান মুগ্ধ। সাধারণত চেস ডটকম-এ নিজের প্রোফাইল থেকে খেলতে হয়। তবে ৯ বছরের মুগ্ধের এখনো প্রোফাইল না থাকায় নাঈমের প্রোফাইল থেকে ম্যাচে অংশ নেন রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণীর এই ছাত্র।

জানা গেছে, কার্লসেনের সঙ্গে মুগ্ধ যে গেমটি খেলেছেন, সেটার নাম বুলেট গেম। এক মিনিটের মধ্যে ম্যাচটি শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। এই অনলাইন গেমে কার সঙ্গে কার খেলা পড়বে, তা আগে থেকে জানার উপায় থাকে না। সফটওয়ারের মাধ্যমে নির্ধারিত হয় কে কার সঙ্গে খেলবে। সেভাবেই সৌভাগ্যক্রমে ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ।

মুগ্ধর এমন অবিশ্বাস্য অর্জনে উচ্ছ্বসিত তার কোচ নাঈম হক। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি মুগ্ধকে খেলা শেখাই। ও সব সময় অনলাইনে খেলতে চায়। আমি বললাম, তাহলে আমার আইডি দিয়ে খেলো। এরপর ও হঠাৎ ফোন করে বলে কার্লসেনকে হারিয়ে দিয়েছে। শুনে তো আমি বিশ্বাস করিনি। ও এরপর খেলার স্ক্রিনশটসহ সব তথ্য পাঠিয়ে দেয় আমাকে।

ভবিষ্যতে দাবার গ্র্যান্ডমাস্টার হওয়ার সব উপাদান মুগ্ধর মধ্য রয়েছে জানিয়ে নাঈম যোগ করেন, ‘ওর মধ্যে আমি অনেক সম্ভাবনা দেখেছি। এখনকার সময়ের অনেক দাবাড়ুর চেয়ে সে এগিয়ে।’

বয়সভিত্তিক দাবায় এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন মুগ্ধ। বাংলাদেশ অনূর্ধ্ব-১০ জুনিয়র চ্যাম্পিয়ন হয়ে ছোটদের বিভাগে নজর কেড়েছেন তিনি। গত ডিসেম্বরে খেলেছেন ব্যাংককে এশিয়ান স্কুল দাবায়।

এদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। র‍্যাপিড দাবায় পাঁচবার জিতেছেন খেতাব। আর ব্লিটজের শিরোপা ছুঁয়ে দেখেছেন আটবার। ৩৪ বছর বয়সি এই নরওয়েজিয়ানকে সর্বকালের অন্যতম সেরা দাবাড়ুর তকমা দিয়ে থাকেন কেউ কেউ।