বাংলাদেশে অস্থিরতার বার্তা দিতেই এই হামলা : সংস্কৃতিমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/03/Asaduzzaman-Nur.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘বাংলাদেশে অস্থিরতার’ বার্তা দিতে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা চালানো হয়েছে বলে মনে করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোটা দেশবাসী যখন প্রস্তুতি গ্রহণ করছে, ঠিক তখনই দেশে নৈরাজ্য সৃষ্টি করে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
দেশের জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়ে রোববার তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর মতো ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলো’ যতদিন থাকবে ততদিন বাংলাদেশে এমন ঘটনা ঘটতে থাকবে বলে মন্তব্য করে আসাদুজ্জামান নূর বলেন, “উন্নয়নের রাজনীতি বিনষ্ট করার জন্য এই অপতৎপরতা।”
এমন ঘটনা আগামীতে আর ঘটবে না, একথা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। জাফর ইকবালের মতো যারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সোচ্চার, তারাই বারবার টার্গেট হবেন। কারণ তাদের উপর হামলা হলে দেশে-বিদেশে প্রতিক্রিয়া হয়।”
হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুর মাদ্রাসাছাত্র প্রসঙ্গে আসাদুজ্জামান নূর বলেন, “যাদের দিয়ে এমন কাণ্ড ঘটানো হচ্ছে, তারা তো তরুণ, তারা আমাদের পরিবারের সন্তান। তাদের বিভ্রান্ত করে বিপথগামী করা হচ্ছে। কেন তারা বিপথগামী হচ্ছে, সে কারণগুলো অনুসন্ধান করতে হবে। কোথায় কোথায় আমাদের ঘাটতি রয়েছে, তা আমাদের খুঁজে বের করতে হবে।”
দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংস্কৃতিচর্চার সমন্বয়হীনতায় বরাবরই ক্ষোভ প্রকাশ করে আসছেন আসাদুজ্জামান নূর।
তিনি বলেন,শিক্ষার সাথে মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয় ঘটাতে হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন