‘বাংলাদেশে আসতে পেরে খুবই খুশি’
‘বাংলাদেশে আসতে পেরে আমি খুবই খুশি। চার-পাঁচদিন থাকব। আশা করি আপনাদের সঙ্গে দেখা হবে।’
রোববার ঢাকায় পৌঁছে এসব কথা বলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এ সময় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।
দিল্লি থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিকালে ঢাকায় পৌছান তিনি।
বিমানবন্দরে প্রণব মুখার্জি আরো বলেন, ‘২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশে এসেছি।’ তিনি আরো বলেন, ‘সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।’
এই সফরে প্রণব মুখার্জি আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মান সূচক ডি-লিট ডিগ্রি দেবে। আগামী বৃহস্পতিবার সকালে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে দেশটির সাবেক এই রাষ্ট্রপতির।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন