বাংলাদেশ-উইন্ডিজ শেষ টি-টুয়েন্টি কখন, কোথায়?
টি-টুয়েন্টি ক্রিকেটের সব ভয় জয় করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণভাবে নিজেদের মেলে ধরেছে বাংলাদেশ। সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে হারলেও ফ্লোরিডায় বাংলাদেশ সময় রোববার সকালে দারুণ এক জয় তুলে নেয় টাইগাররা। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা। সোমবার সকালেই সিরিজ নির্ধারণী ম্যাচ দুই দলের। তার আগে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি কখন, কোথায়, কোন চ্যানেলে দেখা যাবে সহ খুটিনাটি সকল তথ্য।
ম্যাচ : ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ৩য় ও শেষ টি-টুয়েন্টি।
কবে : ৫ আগস্ট, ২০১৮; রোববার (বাংলাদেশে ৬ আগস্ট, সোমবার)।
কখন : বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়।
কোথায় : লডারহিল, ফ্লোরিডা।
আবহাওয়া : দিনের বেলা কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিন্তু খেলা শুরুর আগে সব অনুকূলে থাকবে বলেই বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
খেলা দেখাবে যে চ্যানেল : গাজী টিভি, চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।
দলের ভিতরের খবর :
দ্বিতীয় টি-টুয়েন্টির পর মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আরেকটি ম্যাচ। দুই দলেরই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি।
সম্ভাব্য একাদশ :
ওয়েস্ট ইন্ডিজ :
ইভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যাশলে নার্স, কিমো পল, কেসরিক উইলিয়ামস, স্যামুয়েল বদ্রি।
বাংলাদেশ :
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল ইসলাম, আবু হায়দার রনি, রুবেল হোসেন, মোস্তাফিজুরর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন