বাংলাদেশ থেকে অনেক কিছু শিখে যাচ্ছেন মাসাকাদজা

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট- পাঁচ ম্যাচে জয় মাত্র একটি টেস্টে। এই একটি জয়ই নিজেদের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজের শিরোপা ভাগাভাগি করে খুশি সফরকারীরা।

কাল ঢাকা টেস্টে হারার পর মাসাকাদজা বলেন, ‘দুটি টেস্টেই ছেলেরা যে মানসিকতার পরিচয় দিয়েছে সেটা দারুণ। সামনে এগিয়ে যেতে তা আত্মবিশ্বাস জোগাবে। আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা এবং ইতিবাচক ব্যাপার এই যে, বিদেশের প্রতিকূল কন্ডিশনেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। এটাই ইতিবাচক ব্যাপার।’

মাসাকাদজা বলেন, ‘ছেলেরা যে পারফরম্যান্স দেখিয়েছে তাতে আমি খুশি। যেভাবে ছেলেরা লড়াই করেছে তাতে আমি সন্তুষ্ট।’ বাংলাদেশ থেকে অনেক কিছু শিখে যাচ্ছেন মাসাকাদজা।

খেলোয়াড় হিসেবে প্রাপ্তি কী জানতে চাইলে তিনি বলেন, ‘প্রচুর শিক্ষা। ক্রিকেট খেলায় শেখা কখনই থেমে থাকে না। এখানে আমাদের মনোভাব ও কৌশল থেকেই আমি শিক্ষা পেয়েছি, যা পরে কাজে লাগবে। শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, বিশেষ করে অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় যে বিষয়টি আমি নিয়ে যেতে পারছি সেটা হচ্ছে শিক্ষা।’

জিম্বাবুয়ে আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। আগামী ছয় মাসে ভারতের বিপক্ষে শুধু একটি সিরিজ খেলবে তারা।