‘বাংলাদেশ’ বানান ভুল হওয়ায় অনুতপ্ত বিসিবি

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিটে বাংলাদেশের ইংরেজি বানান ভুল হওয়ায় অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ডের পক্ষ থেকে বলা হয়, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য বোর্ড অনুতপ্ত।

সেই সঙ্গে জানানো হয়েছে শুক্রবারের ম্যাচটির জন্য বানান শুদ্ধ করে নতুন করে টিকিট ছাপানো হয়েছে। দর্শকদের কাছে চলে যাওয়া টিকিট চাইলে তারা পরিবর্তন করে নিতে পারবেন।

বুধবার ছাড়া হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট। ইংরেজিতে লেখা সব বানান ঠিক থাকলেও বাংলাদেশ বানানে একটি ‘এন’ বেশি লেখা হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওঠে সমালোচনার ঝড়।

টিকিট ডিজাইন ও ছাপানোর দায়িত্ব যাদের দিয়েছিল বিসিবি তাদের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।