বাকৃবিতে ছাত্রীদের নতুন হলের উদ্বোধন
নুরজাহান স্মৃতি, বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রীদের নতুন আবাসিক বেগম রোকেয়া হলের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর ওই হলের উদ্বোধন করেন । এসময় নতুন হলের ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ করা হয়।
নতুন হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান ও ছাত্র বিষয়ক উপদেষ্টা সচ্চিদানন্দ দাস চৌধুরী। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, ওই হলের হাউজ টিউটরবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে এই হলটিই সবচেয়ে বেশি শিক্ষার্থী ধারণ ক্ষমতাসম্পন্ন হল। দুই কমপ্লেক্স বিশিষ্ট ওই হলের কাজ সম্পন্ন হয়েছে। তবে বেগম রোকেয়া হলের পাশে অবস্থিত ছাত্রীদের সুলতানা রাজিয়া অ্যানেক্সকে বর্তমানে এই হলের সাথে যুক্ত করে দেয়া হয়েছে এবং অ্যানেক্স ভবনের নতুন সংস্করণের কাজ চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন