বাগআঁচড়ার সোনাতনকাটি সরকারি প্রা: বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/IMG-_919892059843073-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের শার্শার বাগআঁচড়ার সোনাতনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ২৮০জন কোমল মতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। অতীতের তুলনায় বর্তমানে সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সম্মান জনক অবস্থান সৃষ্টি করেছে।
বিশেষ অতিথি শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল বলেন, আজকের শিশু আগামী দিন জাতির ভবিষ্যৎ। ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হলে প্রয়োজন একজন দক্ষ শিক্ষক। নিবেদিত শিক্ষকরাই পারেন একটি প্রতিষ্ঠানকে উন্নত শিখরে পৌঁছতে। তাই শিক্ষার্থীদের সর্বদা শিক্ষকদের পরামর্শ অনুযায়ী লেখাপড়া করতে হবে এবং বাল্যবিবাহের প্রতি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম।
বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাজহারুল ইসলাম সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মিলন হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, বামুনিয়া সোনাতনকাটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সোনাতনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিয়ার রহমান, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুদ্দিন মন্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা তবিবুর রহমান, আবুল কালাম, ফজলুর রহমান, ইউপি সদস্য কামরুজ্জামান, শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন