বাগেরহাটের শরণখোলায় সুধী সমাজ ও সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/Sarabkhola-pic-14.09.23-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দেশের উন্নয়নে সবাই মিলেমিশে কাজ করতে হবে এমন আহবান রেখে শরণখোলায় বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক। এসময় তিনি মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সুধীজন, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শরণখোলা উপজেলা অডিটরিয়ামে নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিমের সভাপতিত্বে ও জাইকা কর্মকর্তা রিয়াজুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফকির, শরণখোলা স্বাস্থ্য কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস, অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন, কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খান। অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল আনোয়ারী, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, প্রধান শিক্ষক নান্না মিয়া, প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন, রায়েন্দা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল, ইউপি সদস্য তপু বিশ্বাস প্রমূখ।
সভায় বক্তারা শরণখোলার বিভিন্ন উন্নয়ন, সুবিধা ও অসুবিধা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন