বাগেরহাটের শরণখোলায় পিতার দেয়া আগুনে পুত্রের ঘর পুড়ে ছাই
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তাকাটা গ্রামের বাসিন্দা লাল মিয়া হাওলাদার তার জমিজমা বিক্রি করবে এমন অজুহাতে ছেলের টাকায় নির্মান করা প্রায় ৩ লাখ টাকার ঘরে আগুন দিয়েছে এমন অভিযোগ করেছেন তার স্ত্রী আয়শা বেগম।
মঙ্লবার (৭জুন) বিকেলে স্ত্রী আয়শা কে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় লাল মিয়া। সেই সুযোগে আনুমানিক রাত ১০টার দিকে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় লাল মিয়া। এমনটি জানিয়েছে লাল মিয়া স্ত্রী আয়শা খাতুন।
জানাযায়, লাল মিয়ার ছেলে আকাশ চট্টগ্রামে দিনমজুরের কাজ করে সেখানে স্ত্রী নিয়ে বসবাস করে। গত বছর মায়ের অনুরোধে বাড়িতে প্রায় ৩ লাখ টাকা খরচ করে একটি ঘর তৈরি করে। ৩/৪ মাস ধরে লাল মিয়া তার স্ত্রী আয়শা কে বলে ছেলেকে ঘর ভেঙে নিতে। কারণ হিসেবে জানাযায়, সে বাড়ির জমিজমা সব বিক্রি করে দিবে।
তার কথা মতো ঘর না ভাঙায় গত ৭জুন বিকেলে স্ত্রী আয়শা কে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় লাল মিয়া। সেই সুযোগে রাত ১০টার দিকে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় লাল মিয়া। পরে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় রাতে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে লাল মিয়ার ছেলে আকাশ বলেন, ঘর ভেঙে নেয়ার বিষয়টি তার মা তাকে জানিয়েছেন। তবে বাবা কেনো ঘরে আগুন দিয়েছেন তা তিনি বলতে পারেননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন বলেন, লাল মিয়া খুব খারাপ প্রকৃতির লোক। সে তার স্ত্রীকে প্রায়ই মারধর করে। তিনি লাল মিয়ার শাস্তি কামনা করেন।
বুধবার (৮জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন