বাগেরহাটে ইমরান হত্যা মামলার আসামী গ্রেফতার

বাগেরহাটের ফকিরহাটে চাঞ্চল্যকর ইমরান শেখ হত্যা মামলার আসামী ইমরান শেখকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর অভিযানিক দল। বুধবার রাতে বাগেরহাট সদর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ইমরান শেখ (৩৬) ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকার সাইদ শেখের ছেলে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি জানান, উপজেলা লখপুর গ্রামের হযরত আলীর ছেলে ইমরান শেখকে গত ২৮ সেপ্টেম্বর রাতে ফকিরহাটের শ্যামবাগাত জয় জুট মিলের কাছে সন্ত্রাসীরা তার গতিরোধ করে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার স্বজনরা।

সেখানে চিকিৎসাধিন অবস্থায় ৪ নভেম্বর ইমরান মারা যান। এ ঘটনায় নিহতের ভাই কামরান বাদী হয়ে ৬ নভেম্বর ১৩ জনের নামে ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলার তিন নম্বর আসামী ইসরান শেখকে র‌্যাব গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে।