বাগেরহাটে জেলা বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
বাগেরহাটে জেলা বিএনপির পক্ষ থেকে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে শহরের সরোইস্থ জেলা বিএনপির কার্যালয় বাগেরহাট পৌরসভার ৩ হাজার পরিবারকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের হাতে এ শীতবস্ত্র তুলে দেন।
এ সময় জেলা বিএনপি নেতা শাহেদ আলী রবি, জেলা জাসাস এর সভাপতি ও বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, বিএনপি নেতা হেদায়েত হোসেন লিটনসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় এম এ সালাম বলেন, জেলা বিএনপি প্রতিবছর বাগেরহাটে শীতার্ত অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে। তার অংশ হিসেবে এবছর বাগেরহাট পৌরসভার ৩ হাজার পরিবারকে বস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আগামীতে পর্যায়ক্রমে বাগেরহাট ও কচুয়া উপজেলার শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন