বাগেরহাটে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
নিরাপদ পানি নিশ্চিত করণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় বাগেরহাট জেলা প্রশাসক মিলনায়তনে এই প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল আহসান কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এসময় বক্তব্য রাখেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, ব্র্যাক জল বায়ু পরিবর্তন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মাহফুজ-উর-রহমান, ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির কর্মসূচি প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান প্রমুখ।
এই প্রকল্পের মাধ্যমে মোংলা উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৭২ হাজার ৩৬০ জন মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ৯হাজার ৯৩৫টিখানা, ৩৫টিক মিউনিটি ও প্রতিষ্ঠান ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, ৪টি ভ‚পৃষ্ঠস্থপানি শোধনের ব্যবস্থা হিসেবে সৌর শক্তি চালিত পন্ডস্যান্ডফিল্টার (পিএসএফ) স্থাপনকরা হয়েছে। ৫৪টি ক্লাইমেট অ্যাকশন গ্রুপ ও ৬টি ক্লাইমেট ইয়ুথ গ্রুপ গঠন করে কমিউনিটির প্রায় ২ হাজার মানুষকে সংগঠিত করা হয়েছে।
মোংলা উপজেলার জলবায়ু বিপদাপন্ন মানুষের নিরাপদ পানীয় জলের সমস্যা নিয়ে ২০১৯ সাল থেকে কাজ করছে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপক‚লীয় অঞ্চলগুলোতে লবণাক্ততার পরিমাণ দিন দিন বাড়ছে ও খাবার পানির সংকট তীব্র হচ্ছে। এই সংকট মোকাবিলার সবচেয়ে উপযোগী উপায় হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা স্থাপনে সহায়তা করছে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি ও ডেন মার্ক সরকার।
প্রকল্পের আওতায় ৭২ হাজার ৩৬০ জন মানুষের হাতের কাছে পৌঁছে গেছে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা।
ড্যানিশ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের সহযোগিতায় প্রকল্পটি ২০২২সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাগেরহাট জেলার মোংলা উপজেলায় বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা মোংলা উপজেলার জনগোষ্ঠীদের জন্য হাতের নাগালে নিরাপদ খাবার পানির বন্দোবস্থ করে তাদের জীবন মান উন্নত করার এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যা অন্য এলাকাতেও রূপায়ণযোগ্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন