বাঘেহাটের শরণখোলায় জাতীয় ভোটার দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/Sharonkhola-picture-1-02.03.2023-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাগেরহাটের শরণখোলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই কর্মসূচী পালিত হয়।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় র্যালি শেষে নির্বাচন অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কার্যালয়ের সামনে তিনটি পায়রা অবমুক্ত করে সভা শুর“ করা হয় ।
নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধ এম এ খালেক খান প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন