বাড়তে থাকবে তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। এতে শৈত্যপ্রবাহও প্রশমিত হবে। আগামী দিনগুলোতে তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ ও আগামীকাল এই দুই দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বির্স্তৃত।

তিনি আরও জানান, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

হাফিজুর রহমান বলেন, সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, বুধবার সারাদেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, আজ ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দুই এক জায়গায় রাতে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রাজধানী ঢাকাও আছে। এছাড়াও যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা ১-২ ডিগ্রি করে বাড়তে থাকবে। তবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে বাড়তে পারে।