বাদ পড়েছেন মোসাদ্দেক-রুবেল, খেলছেন ইমরুল-অপু
সুপার ফোরের চতুর্থ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একাদশে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস। বাজে পারফরম্যান্সের কারণে মোসাদ্দেক হোসেন সৈকতকে বাদ পড়েছেন। তার পরিবর্তে খেলছেন ইমরুল। এছাড়া পেস বোলার রুবেল হোসেনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নাজমুল ইসলাম অপু।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি
আফগানিস্তানের বিপক্ষে টস করছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা-ফাইল ছবি এশিয়া কাপের ফাইনালে খেলতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশে দলের। সুপার ফোরের প্রথম খেলায় ভারতের বিপক্ষে হেরে যাওয়ায় মাশরাফিদের জন্য আজ বাঁচা-মরার লড়াই।
এমন কঠিন সমীকরণের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
টানা দু’দিনে দুই ম্যাচে হার। একদিন বিরতির পর আজ আবার মাঠে নামছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ সেই আফগানিস্তান। গ্রুপপর্বের শেষ ম্যাচে যাদের কাছে ১৩৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
এরপর শুক্রবার সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে সাত উইকেটের আরেকটি শোচনীয় হার। তারপরও এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন দেখেছেন অধিনায়ক মাশরাফি মুর্তজা। এজন্য আজ এবং শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে।
শুধু বাংলাদেশ দলের জন্যই নয়, আজকের আফগানিস্তানের জন্যও টিকে থাকার লড়াই। সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানরা হেরেছে পাকিস্তানের কাছে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় জরুরি দুই দলের জন্যই।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, ইহসানউল্লাহ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, সামিউল্লাহ সেনওয়ারি, আসগর আফগান, মোহাম্মদ নবি, রশিদ খান, আফতাব আলম ও মুজিব উর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন