বাবার ওপর ক্ষোভ, মণিরামপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/Polish_20230125_132140916-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মণিরামপুরে রাকিবুল ইসলাম (২২) নামের এক কলেজ ছাত্র বিষ পানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি-২০২৩) দুপুরে মণিরামপুর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
রাকিবুল ইসলাম উপজেলার ঘুঘুদা গ্রামের প্রবাসী মশিয়ার রহমানের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
বাবা কুয়েত নিতে দেরি করায় ক্ষোভে রাকিবুল আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।
স্থানীয় ইউপি সদস্য বাবর আলী বলেন- রাকিবুলের বাবা দীর্ঘদিন ধরে কুয়েত থাকেন। তিনি ছেলেকে সেখানে নিয়ে যেতে চেয়েছিলেন। এজন্য রাকিবুল পাসপোর্ট করেছিলেন। কিন্তু তাকে বিদেশ নিতে দেরি করছিলেন বাবা মশিয়ার। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। দ্রুত বিদেশ নিতে না পারলে তিনি আত্মহত্যা করবেন বলে বাবা-মাকে হুমকি দিচ্ছিলেন।
বাবর আলী বলেন- ৩-৪ দিন ধরে রাকিবুল মায়ের উপর রাগ করে ছিলো। এরপর মঙ্গলবার সকালে সে বিষ পান করে। টের পেয়ে বাড়ির লোকজন তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেন। সেখান থেকে দুপুর ২টার দিকে মণিরামপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আক্তার হোসেন বলেন- হাসপাতালে আনার পর চিকিৎসক সাইফুদ্দিন রোগীকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন- খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছি।
বুধবার (২৫ জানুয়ারি-২০২৩) সকালে ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন