বাবার কবরে চিরনিদ্রায় শায়িত তাজিন আহমেদ
অভিনেত্রী তাজিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ মে) বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। বাবা কামাল উদ্দিন আহমেদের কবরেই সমাহিত করা হয়েছে তাজিনকে।
বনানী কবরস্থানের ৯৫৭ নম্বর কবরটি তাজিন আহমেদের বাবার। তাজিন নিজেই বাবার কবরের নাম ফলকটি করিয়েছিলেন। সেই ফলকের প্রথম শব্দটি ছিলো ‘আব্বু আমার’। এরপর বাবার নাম, জন্ম ও মৃত্যুর তারিখ লেখা। নিয়তির কী পরিহাস, সেই একই কবরেই এখন চিরনিদ্রায় শায়িত হলেন তাজিন আহমেদ।
তাজিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হয় গুলশানের আজাদ মসজিদে। এতে অংশ নিয়েছিলেন তার আত্মীয়-স্বজন ও শোবিজের তারকারা।
প্রসঙ্গত, মঙ্গলবার (২২ মে) সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তাজিন আহমেদ। এরপর তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি বিকাল সাড়ে ৪টা নাগাদ মৃত্যুবরণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন