বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন রবি ঠাকুরের কবিতা

দীর্ঘদিন পর স্কুলের সহপাঠীদের কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পুরোনো বন্ধুদের কাছে পেয়ে স্মরণ করেন ফেলে আসা দিনের কথা। শৈশবের স্মৃতির কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। নিজেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শোনান বাল্যবন্ধুদের।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় হাওলাদার হিমাগার লিমিটেড প্রাঙ্গণে শৈশবের বন্ধুদের আয়োজনে মিলনমেলায় যোগ দেন মির্জা ফখরুল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।

মির্জা ফয়সল আমিন বলেন, এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও তার শৈশবকালের বন্ধু, এই এলাকার বয়োজ্যেষ্ঠ প্রবীণ ব্যক্তি, সিনিয়র-জুনিয়র অনেকের সঙ্গেই সারাদিন সময় কাটিয়েছেন। এটি তার একান্ত ব্যক্তিগত প্রোগ্রাম। সেখানে থাকা দুটি পুকুরে বসে সারাদিন সময় কাটিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এখানে সঙ্গীত বিদ্যালয় রয়েছে একটি। আর এটির অন্যতম প্রতিষ্ঠাতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানকার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা সঙ্গীত পরিবেশনা করেছেন এবং তাদের অনুরোধেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একটি কবিতা আবৃত্তি করেছেন।