বাহুবলীর শুটিং স্পট উন্মুক্ত হচ্ছে

বলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমা ‘বাহুবলী’। বক্স অফিসের সব রকের্ড ভেঙে ফেলেছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। পুরো বিশ্বেই আলোড়ন সৃষ্টি করে ‘বাহুবলী’ সিরিজ।

এই সিনেমার শুটিং স্পট ছিল দুর্দান্ত। নজরকাড়া কারুকার্যে সিনেমার দৃশ্যগুলো উপস্থাপন করা হয়।

আর সিনেমায় মাহেশমতি নামে যে রাজ্য দেখানো হয় তা এবার বাস্তবে দেখার সুযোগ পাবেন ভক্তরা। কারণ ‘বাহুবলীর ’ ওই শুটিং স্পটকে পর্যটন কেন্দ্র করা হয়েছে।

‘বাহুবলী’ সিনেমার জনপ্রিয়তার পর ভক্তদের জন্যই এই সযোগ দেয়া হচ্ছে। সবাই নিজ চোখে দেখতে পারবে বলিউডে বক্স অফিস হিট করা সিনেমার শুটিং স্পট।

মাহেশমতি শুটিং স্পট‘বাহুবলী’ সিরিজের শুটিং হয় রামোজি ফিল্ম সিটিতে। এই শুটিং স্পটটি ভক্তদের জন্য পর্যটন কেন্দ্র হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

এতে প্রবেশ মূল্য রাখা হয়েছে এক হাজার ২৫০ থেকে দুই হাজার ৩৪৯ ভারতীয় রুপি। ফিল্ম সিটির ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং দেয়া যাবে।

আগামী ১৪ ডিসেম্বর এই পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের প্রবেশের জন্য উন্মক্ত করা হবে।

‘বাহুবলী’ সিনেমা সংশ্লিষ্ট একজন স্টুডিওম্যান জানান, এই সেট তৈরি করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। সেটের বাইরেও নতুন কিছু স্থাপনা দর্শনার্থীদের জন্য যোগ করা হয়েছে।