বিএনপিকে নির্বাচন থেকে সরানোর ইচ্ছা নেই : কাদের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/Obidul-Kader-20170726205715.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলন করে বেগম জিয়াকে বের করবে সে আশা আসলে গুড়েবালি। যা ৯ বছরে করতে পারে নাই, তা নয় মাসে করবে সেটা কেউ মনে করে না। সেই বাস্তবতা এখন আর বাংলাদেশে নাই।’ শনিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন উন্নয়ন কাজের পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তা বন্ধ করে জনগণের জন্য ভোগান্তির সৃষ্টি সেটা কি জনগণ সমর্থন করবে। আন্দোলনের পাঠ তাদের চুকে গেছে। আন্দোলন করতে পারবে না। আমি তাদের পরামর্শ দেবো নির্বাচনের প্রস্তুতি নিতে। বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার ইচ্ছা আওয়ামী লীগের নেই।’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪টি ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে, যা আগামী অক্টোবরের মধ্যেই শেষ হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এসময় সড়ক বিভাগের ঢাকা বিভাগী তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিকেএন নাহিন রেজা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন প্রকল্পের উপ-সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী রুকনুজ্জামান, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম, কালিয়াকৈর সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শহীদ উল্লাহসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন