বিএনপিতে যোগ দিলেন গাইবান্ধার সাবেক এমপি আবদুর রশিদ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/11/image-116323-1543378142.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধা-২ (সদর) আসন থেকে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন না পাওয়ায় বিএনপিতে যোগ দিয়েছেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি আবদুর রশিদ সরকার।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি থেকে তাকে মনোনয়নপত্রও দেয়া হয়েছে। আবদুর রশিদ সরকার গাইবান্ধা পৌরসভার কমিশনার ও চেয়ারম্যান ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে আবদুর রশিদ সরকার বলেন, আমি বিএনপিতে যোগদান করেছি। তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। বিএনপি আমার অতীতের কার্যক্রম দেখে সোমবার আমাকে মনোনয়ন দিয়েছে।
১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে জয়লাভ করেন তিনি।
গত ২০১৪ সালের জাতীয় নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেলেও পরে তা প্রত্যাহার করে নেন।
২০০৯ সালের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন আবদুর রশিদ সরকার।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন