সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে।’ তিনি আরো বলেন, ‘আদালত ক্ষমতায় বসাবে, বিদেশিরা ক্ষমতায় বসাবে ওই রঙিন খোয়াব এ দেশে সফল হবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত আলোচন সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

ওবায়দুল কাদের বলেন, ‘চিকিৎসার নামে চলে গেছেন। বসে বসে কী করছেন, সবাই জানে। আন্দোলন এখন টেমস নদীর পাড়ে বেগম জিয়ার ভ্যানিটি ব্যাগে। এখন তাঁরা আন্দোলনে ব্যর্থ হয়ে শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সংসদ ভেঙে দেওয়ার দিবাস্বপ্ন যাঁরা দেখছেন, তাঁদের এ রঙিন খোয়াব তাসের ঘরের মতো ভেঙে যাবে। সেদিন আর বেশি দূরে নয়। ষড়যন্ত্র করছেন, কাদের নিয়ে কীভাবে করছেন, সব আমরা জানি।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘সময়মতো সব চক্রান্তের জবাব দেবে আওয়ামী লীগ।’ তিনি বলেন, ‘যত চিৎকার করুন, যত ষড়যন্ত্র করুন, নির্বাচন হবে সংবিধানসম্মতভাবে।

সহায়ক সরকার হবে শেখ হাসিনার সরকার। এটা মেনেই নির্বাচনে আপনাদের আসতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সময়ের প্রয়োজনে দলের কৌশল পরিবর্তন হয়েছে, তবে শেকড় থেকে একচুলও সরবে না আওয়ামী লীগ।’