বিএনপির মনোনয়নপত্র কিনলেন মনির খান
ঝিনাইদহ-৩ আসনে নির্বাচন করতে ধানের শীষের মনোনয়নপত্র কিনলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে তিনি এ মনোনয়নপত্র কেনেন।
এর আগে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) থেকে কণ্ঠশিল্পী বেবি নাজনীন ও সিরাজগঞ্জ-১ আসন থেকে আরেক কণ্ঠশিল্পী কনচ চাঁপা বিএনপির মনোনয়ন ফরম কেনেন।
উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়ন ফরম কেনার মাধ্যমেই বিএনপির মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।
এর মধ্যে দুপুর ১টা পর্যন্ত এক হাজার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
মনোনয়ন ফরম বিক্রি উপলক্ষে সোমবার সকাল থেকেই নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকরা ভিড় করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন