বিএনপির মনোনয়ন ফরম নিলেন সাবেক ফুটবলার আমিনুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ফুটবলার আমিনুল ইসলাম।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে দলের নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

ঢাকা-১৪ আসন থেকে নির্বাচন করতে চান জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক। আমিনুল বিএনপির সর্বশেষ কাউন্সিলে ক্রীড়া সম্পাদক পদ পান।

মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল বলেন, আমি ঢাকা-১৪ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছি। আশা করি, তারুণ্যের অহংকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দেবেন।

নির্বাচনে জয়ের আশা করে সাবেক এ তারকা ফুটবলার বলেন, ‌সুষ্ঠু নির্বাচন হলে জয় শতভাগ নিশ্চিত। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ দেশে নেই।

সোমবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি ফরম কেনার মধ্য দিয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি।

প্রথম দিন এক হাজার ৩২৬ মনোনয়ন ফরম বিক্রি হয়। আজ দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়ন বিক্রির কার্যক্রম। শুক্রবার পর্যন্ত এ কার্যক্রম চলবে।