বিএনপি অন্যায় অত্যাচার ও জুলুমের রাজনীতিতে বিশ্বাসী নই: এ এইচ এম ওবায়দুর রহমান

নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আয়োজনে মাহে রমজানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) বিকালে মথুরাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গয়েশপুর হাইস্কুল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

শিবলী আখতার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এ এইচ এম ওবায়দুর রহমান (চন্দন), সহ- সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)বিএনপি,জাতীয় নির্বাহী কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে তারাই বিএনপিকে ভালবাসে এবং সমর্থন করে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত ৫ই আগষ্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সরাসরি তারেক রহমানের নের্তৃত্বে রাজপথে ছিলাম। বিএনপি কখনোই অন্যায় অত্যাচার ও জুলুমের রাজনীতিতে বিশ্বাসী নই।

বক্তারা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন।অনুষ্ঠানে কয়েক বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন।