বিএনপি অফিস ঘিরে পুলিশের অবস্থান
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সর্তক অবস্থানে পুলিশ।
বুধবার ভোর থেকে বিএনপি অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্রস্তত রাখা হয়েছে প্রিজনভ্যান, এপিডি কার ও জলকামাল।
একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় নিয়ে যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান।
তিনি বলেন, রায়ের পর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য বাড়তি নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে। তাছাড়া জননিরাপত্তার বিষয়টি দেখা জন্য পুলিশের সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই পুলিশ সতর্ক রয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, রায় যা হোক না কেন শান্তিপূর্ণ কর্মসূচি দিবে। নেতাকর্মীদের কোনো উস্কানীতে পা না দেয়ার আহ্বান জানানো হয়ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন