‘বিএনপি-ঐক্যফ্রন্টের কারণে নির্বাচনী পরিবেশ নষ্ট হতে পারে’
জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির মধ্যে অন্তঃর্কোন্দলের কারণে নির্বাচনের পরিবেশ নষ্ট হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১ লা ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অভিনয় শিল্পী ও তারকাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিনা অপরাধে গ্রেফতার হচ্ছে, এমন ব্যক্তিদের তথ্য প্রমাণসহ বিষয়টি স্পষ্ট করতেও বিএনপিকে আহ্বান জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আজকের যে গেট টুগেদারটা করছি এটা আমরা প্রতিমাসে শিল্পকলাতে করে থাকি। এটা শুধু নির্বাচনের জন্য নয়। সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে আমরা শিল্প কলাতে যে বসতাম এখন সেখানে বসার সুযোগটা নেই। রাজনৈতিক কারণে সরকারি কোনো প্রতিষ্ঠান আমরা ব্যবহার করতে পারবো না। আর সে কারণেই শিল্পকলার পরিবর্তে হোটেল ওয়েস্টিনে আমরা গেট-টুগেদারের ব্যবস্থাটি করেছি। আগামী নির্বাচনে আমরা সকলের সহযোগিতা চাই।’
ওবায়দুল কাদের বলেন, ‘তথ্য-প্রমাণ নিয়ে এসে বলুক বিনা অপরাধে বিএনপি কোন কোন কর্মী শাস্তি পাচ্ছে। নির্দিষ্ট করে এটা তাদের বলতে হবে। মুখস্ত করে অন্ধকারে ঢিল ছুঁড়লেতো হবে না। আর পল্টনে তারা যে তাণ্ডব করেছে তা একটা অপরাধ। আর এই অপরাধের সঙ্গে যারা জড়িত শাস্তি তাদের পেতেই হবে।’
ইসির কাছে পাতানো নির্বাচন নিয়ে অভিযোগ করে বিএনপি সে প্রসঙ্গে কাদের বলেন, ‘শেষ ভালো যার সব ভালো তার। বিএনপি নির্বাচনে আসুক। আমি বলছি এদেশে এবার ভালো একটা নির্বাচন হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন