বিএনপি ক্ষমতায় গেলে সকল ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দেয়া হবে : মেজর হাফিজ

সরকার রাষ্ট্র সংস্কারের জন্য কী করছে তা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। প্রয়োজনে সংস্কারের রূপরেখা দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিআরইউতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি ক্ষমতায় গেলে সকল ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ।

বিএনপির এই নেতা বলেন, এ দেশের সংবিধান সংশোধনের সুযোগ কেবল নির্বাচিত সরকারের। উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা আগস্ট বিপ্লবকে ধারণ করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্বল নয় তা প্রমাণ করতে বিভিন্ন শ্রেণি-পেশার সঙ্গে মতবিনিময় করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে হবে।

প্রতিটি শহীদ পরিবারকে মুক্তিযোদ্ধা ‘বীর ভাতা’ দেয়া উচিত বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য।