বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে প্রথম দিন ঝরল তিন প্রাণ
বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। কিশোরগঞ্জ ও সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকাসহ চার জেলায় ২৭ পুলিশসহ অন্তত ১২৪ জন আহত হয়েছেন। ঢাকাসহ ২০ জেলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ অন্তত ৩০৫ জনকে আটক করেছে পুলিশ।
অবরোধের প্রথম দিন ৩ মৃত্যুএর আগে গত রবিবার বিএনপির ডাকা হরতাল চলাকালে চারজনের মৃত্যু হয়। এর মধ্যে কুমিল্লায় মিছিল করার সময় অসুস্থ হয়ে মারা যান এক আওয়ামী লীগ নেতা। নীলফামারীতে হামলায় আওয়ামী লীগের এক নেতা মারা যান। আওয়ামী লীগের দাবি, বিএনপির নেতাকর্মীরা তাঁকে হত্যা করেছেন।
গত শনিবার রাতে ফরিদপুরের নগরকান্দায় বিএনপি নেতার বাড়িতে পুলিশ গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। এ নিয়ে গত চার দিনে আটজনের মৃত্যু হলো। গতকাল সকালে কিশোরগঞ্জ, সিলেট, বগুড়া, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় বিএনপির নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এ সময় কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছাত্র ও কৃষক দলের দুজনের মৃত্যু হয়। সিলেটে পুলিশের ধাওয়ায় এক যুবদল নেতার মৃত্যু হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন