নিজ বাড়িতে বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার
শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরীর (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নকলা পৌর শহরের হাসপাতাল রোড এলাকার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে বাড়ির লোকজনের ঘরের মধ্যে উপজেলা চেয়ারম্যান মনিরের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিভাবে জানা যায়নি।
শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানিয়েছেন আত্মহত্যার কারণ অনুসন্ধান তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে হেলিকপ্টার প্রতীক নিয়ে ২২ হাজার ৩২০ ভোট পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মনির চৌধুরী।
এর আগে তিনি বেশ কয়েকবার উপজেলার চর অষ্টধর ইউনিয়ের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার ভাই মরহুম জাহিদ আলী চৌধুরী জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন