বিএনপি মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন কারামুক্ত সাবেক এমপি হাবিব
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাত অনুষ্ঠিত হয়।
একটি রাজনৈতিক মামলায় ৭০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ প্রায় চার বছর কারাবাসের পর সম্প্রতি জামিনে কারামুক্ত হন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব।
কারামুক্তির পর দলের মহাসচিব এর সাথে সোমবার সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কলারোয়া উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, আব্দুস সালাম মধু প্রমুখ।
বিএনপির পরীক্ষিত নেতা হাবিবের কারামুক্তিতে দলটি আরো বেশি বেগবান হলো এমন অভিপ্রায় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল।
মহাসচিবের সাথে সাক্ষাত শেষে বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব তালা-কলারোয়া তথা সাতক্ষীরা জেলা ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
হাবিবুল ইসলাম হাবিব ৯০ এর স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা ছিলেন। তিনি ডাকসুর নির্বাচিত বিজ্ঞান ও মিলনায়তন সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ভিপি ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে সেসময় রাজধানী ঢাকার রাজপথের পরীক্ষিত ও পরিচিত মুখ ছিলেন হাবিবুল ইসলাম হাবিব।
পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় সহ.শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ও ২০০১ সালের ২৮ অক্টোবরের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীকে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার হাত ধরেই মূলত তালা ও কলারোয়া উপজেলা তথা গোটা সাতক্ষীরা জেলায় বিএনপির প্রগতি অনেকাংশে বৃদ্ধি পায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন