বিএনপি সিটি ভোটে গেছে সরকারের মুখোশ খুলতে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে সরকারের একটি প্রকল্প। আওয়ামী লীগের এ নির্বাচনী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল। যার সভাপতিত্ব করছে নির্বাচন কমিশন, প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো।
বিএনপির এই নেতা বলেন, ‘অনেকে আমাদের বলেন, সবকিছু জেনে কেন সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন। আমরা এসব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছি বারবার জনগণের সামনে সরকার ও নির্বাচনের মুখোশ উন্মুক্ত করতে।’
‘যখন সিটি নির্বাচনগুলোতে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখছে, তখনই বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের হামলা, মামলা গ্রেপ্তার করে নির্যাতন করছে। এমনকি মহিলাদের পর্যন্ত অকথ্য ভাষায় আক্রমণ করা হচ্ছে,’ যোগ করেন আমীর খসরু।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা এসব কথা বলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন