বিকল্প কেউ ক্ষমতায় আসলে রক্তের বন্যা বয়ে যাবে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন দুটি ধারায় বিভক্ত। একটি মুক্তিযুদ্ধের পক্ষে, অন্যটি বিপক্ষে। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ক্ষমতায় আসার আগেই নানা হুমকি-ধামকি দিচ্ছে। এবার বিকল্প কেউ ক্ষমতায় আসলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে, আগুন সন্ত্রাস হবে। তারা যদি ক্ষমতায় আসে তালেবানি যুগ শুরু হবে।
রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন এদিন বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, শোভাযাত্রা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, শুধু আমাকে এই আসনে বিজয়ী করলে হবে না। সারা দেশের সব আসনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
বিএনপি ও ঐক্যফ্রন্টকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা ক্ষমতায় আসার আগেই চক্রান্ত শুরু করেছে। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন