বিকেলে নির্বাচন কমিশনে যাবেন বিএনপি নেতারা

বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ (বৃহস্পতিবার) বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) যাবেন। বিকেল ৩টায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইসিতে যাবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ড. আব্দুল মঈন খানের সঙ্গে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এবং বরকতউল্লাহ বুলু নির্বাচন কমিশনের যাবেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
তবে কোন বিষয়ে কথা বললেন প্রতিনিধি দলটি তা জানাননি। ধারণা করা হচ্ছে, আসন্ন খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে তারা আলোচনা করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















