বিছানায় বিষাক্ত সাপ দেখে চমকে উঠলেন দম্পতি!
অস্ট্রেলিয়ার এক দম্পতির বিছানা থেকে বিষাক্ত সাপ উদ্ধার করা হয়েছে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এ দম্পতির বাস।
ইস্টার্ন ব্রাউন সাপ অত্যন্ত বিষধর এবং বিপজ্জনক। আর এ সাপটিই পাওয়া গেছে সে বাড়ির একেবারে বিছানার ভেতর থেকে।
ব্রিসবেনের মুরারি এলাকায় বসবাসরত এ দম্পতি বাসার ভেতরেই সাপের অস্তিত্ব টের পান ঘটনার দিন সকাল ১০টায়। এরপর তারা স্থানীয় সাপ ধরার লোকজনকে খবর দেন।
সাপ ধরার প্রতিষ্ঠানটির নাম এলিট স্নেক ক্যাচিং সার্ভিসেস। এ প্রতিষ্ঠানের লোকজন খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে সাপটিকে ধরে নিয়ে যায়।
এ বিষয়ে এলিট স্নেক ক্যাচিং সার্ভিসেসের কর্মী স্টিউয়ার্ট লেলর বলেন, ‘আমি এক নারীর ফোনকল পাই, যেখানে বলা হয় তাদের বেডরুমে একটি সাপ আছে। আমি যখন সেখানে যাই তখন সাপটি তারে বিছায় ছিল। আমি সাপটিকে কম্বলের তল থেকে উদ্ধার করি।
’
এ সময় সাপটির কয়েকটি ছবিও তোলা হয়। এ সাপটি বিশ্বের দ্বিতীয় বিষাক্ত সাপ। সাপটিকে ধরে নিয়ে যাওয়ার পর দূরবর্তী স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ঠিক কোথায় ছাড়া হয়েছে তা জানাননি লেলর।
সূত্র : ফক্স নিউজ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন