বিজয়ের দিনে নেত্রকোনার দুর্গাপুরে পথ পাঠাগারের ১৯তম শাখা উদ্বোধন
নেত্রকোনা দুর্গাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার প্রাচিনতম সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগারের ১৯তম শাখা’’ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ শাখার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, তোবারক হোসেন খোকন, কবি লোকান্ত শাওন, সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালী হাসান, ডা. কামরুল ইসলাম, এডভোকেট জাহিদুল ইসলাম, শিক্ষক মাহাবুব, আল নোমান শান্ত।
ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মোজাম্মেল হক, তামীম টেলিকমের স্বত্বাধিকারী তাকদির হোসাইন, সংস্কৃতিকর্মী গোপাল দও, পথ পাঠাগারের সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম সজীব, কবি নির্মল রবিদাস প্রমুখ।
পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার বলেন, নতুন প্রজন্ম সহ সর্ব শ্রেণির মানুষকে বই পড়া ও সাহিত্য আড্ডায় মনোনিবেশ করতে এই পাঠাগারের সূচনা। আমরা পাঠাগারকে মানুষের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। হাত বাড়ালেই পাঠক যেন বই পায়। তারা নিজে বই নিয়ে পড়বেন, সুযোগ থাকলে নিজের বাসার একটি বই এই বক্সে রেখে যাবেন। এ কার্যক্রমে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহŸান জানিয়েছেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন