বিতর্কিত ক্যাচে আউট লিটন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/06/65138957_649595472118755_833944436835614720_n.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাঠের আম্পায়ার আউট ঘোষনা করলেও পরবর্তীতে তা চলে যায় থার্ড আম্পায়ারের কাছে। শেষ পর্যন্ত আউট হয়েই সাজঘরে ফেরেন আজকের ম্যাচের ওপেনার লিটন কুমার দাস।
টিভি রিপ্লেতে দেখা যায় বলটি কিছুটা ঘাসে ছুঁয়ে ফিল্ডারের হাতে উঠেছে। অনেকক্ষণ পর থার্ড আম্পায়ার হিসেবে থাকা আলিম দার লিটনকে আউট ঘোষণা করেন। দলীয় ২৩ ও ব্যক্তিগত ১৩ রানে মুজিব উর রহমানের বলে হাশমতুল্লাহ শহীদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।
এর আগে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নায়েব। বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় রোজ বোলে শুরু হয় ম্যাচটি।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। সাব্বির রহমানের জায়গায় ঢুকেছেন স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আর পেসার রুবেল হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
আফগানিস্তান দলেও এসেছে দুই পরিবর্তন। ছিটকে গেছেন হজরতউল্লাহ জাজাই ও আফতাব আলম। তাদের স্থানে জায়গা পেয়েছেন দৌলত জাদরান ও সামিউল্লাহ শেনওয়ারি।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচের সবকটিতেই হেরে বিদায় নিয়েছে আফগানিস্তান। তবে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ তাদের। এই ম্যাচ জিতে টুর্নামেন্টে জয়ের খাতা খুলতে চান তারা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন