বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৩ লক্ষ টাকা জরিমানা
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ১ হাজার ৩৩৫ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ৩ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল থেকে গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) গভীর রাত পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন থেকে এসব জরিমানা আদায় করা হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাকশী, খুলনা, রাজবাড়ী, শান্তাহার ও রাজশাহী রুট থেকে ছেড়ে আসা ঢাকাগামী (আপ) এবং ঢাকা থেকে ছেড়ে আসা (ডাউন) ৭৬৩-৭৬৪ নম্বর চিত্রা এক্সেপ্রেস ট্রেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী (আপ) এবং ঢাকা থেকে ছেড়ে আসা (ডাউন) পদ্মা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনে অভিযান চালানো হয়। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ১ হাজার ৩৩৫ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ২ লাখ ৪২ হাজার ২৬০ টাকা ও জরিমানা ৯৯ হাজার ১৬০ টাকা আদায় করা হয়।
এর মধ্যে খুলনায় টিকিটবিহীন ৬৯ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ১৩ হাজার ২৪০ টাকা ও জরিমানা ৬ হাজার ৭৩০ টাকাসহ মোট ১৯ হাজার ৯৭০ টাকা, পাকশীতে ৮৬৫ জনের কাছ থেকে ভাড়া বাবদ ১ লাখ ৫০ হাজার ৫৩০ টাকা ও জরিমানা ৬০ হাজার ৪৬০ টাকা এবং রাজবাড়ীতে ১০০ জনের কাছ থেকে ভাড়া বাবদ ১০ হাজার টাকা এবং জরিমানা ৫০০০ আদায় করা হয়।
সান্তাহারে ২৭১ জনের কাছ থেকে ভাড়া বাবদ ৫৩ হাজার ৯৫০ টাকা ও জরিমানা ২২ হাজার ৭৩০ টাকা, ঈশ্বরদীতে ৮০ জনের কাছ থেকে ভাড়া বাবদ ১৪ হাজার ৫৪০ টাকা এবং জরিমানা ৪ হাজার ১৬০ টাকা আদায় করা হয়।
স্টেশনে ব্লক চেকিং করে ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। এ সময় টিকিট দেখাতে না পারায় যাত্রীদের জরিমানা করা হয়। এছাড়া ভবঘুরেদের জন্য মুচলেকা নেওয়া হয়।
বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে নেতৃত্ব দেন পশ্চিম রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম, টিটিইএসআরআই মো. আব্দুল মাবুদ, জুনিয়র টিটি মোহাম্মদ বরকতুল্লাহ আলামিন, জুনিয়র টিটি মো. আব্দুল আলিম বিশ্বাসসহ পশ্চিম রেলওয়ের ভ্রাম্যমাণ দলের সদস্যরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন