বিপিএল খেলা হচ্ছে না স্মিথের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/01/untitled-21-142282.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্টিভ স্মিথ। ইনজুরির কারণে আর খেলা হচ্ছে না তার। দলের সাথে নিয়মিত অনুশীলনও করছিলেন না স্মিথ। যদিও দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্মিথের ইনজুরির কোনো ইঙ্গিত দেননি।
তবে অবশেষে জানা গেছে, এই চোটের কারণে শুধু অনুশীলন সেশনই নয়, স্মিথের কাছ থেকে দূরে যাচ্ছে বিপিএলের ম্যাচও!
শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্মিথ দেশে ফিরে যাচ্ছেন বলে নিশ্চিতভাবেই এই ম্যাচে দলের নেতৃত্বে আসবে পরিবর্তন। স্মিথের পরিবর্তে দলের আইকন ক্রিকেটার ও গত আসরের অধিনায়ক তামিম ইকবালকেই দেওয়া হতে পারে নেতৃত্বের ভার।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন