বিরল হীরাটি নিলামেও বিক্রি হয়নি!
সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান সথবিস ৩৭ দশমিক তিন ক্যারেটের একটি বিরল গোলাপি হীরা নিলাম তুলে কমপক্ষে ৩০ মিলিয়ন ডলার (প্রায় আড়াইশ কোটি টাকা) পাওয়ার আশা করেছিল। কিন্তু তা বিক্রি না হওয়ায় আয়োজকরা হতাশ হয়েছেন।
সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজন করা হয় নিলামটি।
জানা যায়,’রাজ পিংক’ হীরাটি ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত হয়। কাটিংয়ের পর হীরাটি একটি আংটির উপর বসানো হয়েছে। রং ও স্বচ্ছতার দিক থেকে হীরাটি খুবই বিরল। ‘রাজ পিংকে’র জন্য নিলামের ডাক শুরু হয় দশ মিলিয়ন ডলার থেকে। কিন্তু কেউ ১৪ মিলিয়ন ডলারের বেশি দাম না হাঁকায় হীরাটির বিক্রি স্থগিত করে আয়োজকরা। ‘রাজ পিংক’-এর বর্তমান মালিকের নামানুসারেই এ হীরার নামকরণ করা হয়েছে বলে জানা যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন