বিশ্বকাপের কারণে রাশিয়ায় হাজার হাজার কুকুর নিধন
ফুটবল বিশ্বকাপের আসর বসেছে রাশিয়ায়। বিশ্বকাপ খেলতে আগত খেলোয়াড়, সমর্থকদের নিরাপত্তার কথা চিন্তা করে রাশিয়ার ১১টি শহরে কয়েক হাজার রাস্তার কুকুরকে মেরে ফেলা হয়েছে।
বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন দেশের অসংখ্য নাগরিক এসেছেন রাশিয়ায়। শহরজুড়েই ফুটবল উৎসবের ঢল। বিশ্বকাপ দর্শনার্থীদে জন্য কুকুর যাতে বিরক্তির কারণ হতে না পারে সেজন্য বিষাক্ত খাবার খাইয়ে মেরে ফেলা হয়েছে কয়েক হাজার কুকুরকে।
দ্য গার্ডিয়ানের তথ্য অনুসারে, বিষাক্ত খাবার খেয়ে কুকুরগুলো প্রথমে বমি করছে, এরপর মৃত্যুর কোলে ঢলে পড়ে। কুকুর নিধনের জন্য নিয়োগ করা হয়েছে বেসরকারি একটি সংস্থাকে।
রাশিয়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পথের কুকুরদের অস্থায়ী আশ্রয়ে পৌঁছে দেওয়ার জন্যই গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রাস্তার কুকুরদের কারণে সমস্যা তৈরি হলেও মোটেও মেরে ফেলা হয়নি। তাদের সরানো হয়েছে অস্থায়ী আশ্রয়ে। বিশ্বকাপের শেষেই তাদের মুক্তি দেয়া হবে।
বিশ্বকাপের আয়োজক সংস্থা ফিফা’র একজন মুখপাত্র জানান, ফিফা এবং স্থানীয় সংগঠন কমিটি পশুদের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করতে পারে না। এরকম কিছু যাতে না ঘটে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন