বিশ্বকাপ বাছাইপর্ব : মেসির গোলে আর্জেন্টিনার জয়
ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব জয় দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা। ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে জয়সূচক গোলটি করেছেন অধিনায়ক নিজেই।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হয় ম্যাচটি। বুয়েনস আয়ার্সের লা বোমবোনেরা স্টেডিয়ামে ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টির মাধ্যমে গোল তুলে নেন বার্সেলোনা মহাতারকা।
বোকা জুনিয়র্সের মাঠে ১-২-৩-৪ ফরম্যাটে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ ছিলেন ফরোয়ার্ড লাইনে। মেসি ও সেভিয়ার লুকাস ওকাম্পোস ছিলেন দুই উইংয়ে।
উদিনেসের রদ্রি ডি পল, পিএসজির লিয়ান্দ্রো পেরেদেস, সেভিয়ার মার্কোস অ্যাকুনাকে নিয়ে মিডফিল্ড সাজানো হয়েছিল।
ডিফেন্সে রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল, ফিওরেন্টিনার লুকাস মার্টিনেজ, ম্যানচেস্টার সিটির নিকোলাস ওটামেন্ডি ও আয়াক্স নিকোলাস ট্যাগলিয়াফিকো ছিলেন।
গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রিভার প্লেটের ফ্রাংকো আরমানি।
ঘরের মাঠে দাপট দেখিয়ে খেলা শুরু করে আলবিসেলেস্তেরা। ১১ মিনিটের মাথায় ওকাম্পোসকে ফেলা দেয়া হয় ইকুয়েডরের পেনাল্টি বক্সের মধ্যে। মেসি শট নিলে আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ৭১ তম গোলটি তুলে নেন।
বলের নিয়ন্ত্রণ স্বাগতিকদের কাছে থাকলেও এদিন খুব একটা সুবিধা করতে পারেননি লাউতারো মার্টিনেজ।
ওকাম্পোস, রদ্রি পল ও গঞ্জালো মন্টিয়েলের পারফরমেন্স ছিল উজ্জ্বল। যদিও দ্বিতীয়ার্ধে পারেদেস থেকে পাওয়া বল লাউতারো ওকাম্পোসের কাছে দিলে একটি সুযোগ নষ্ট নয়।
শেষ পর্যন্ত কোনও গোল না হলে ২০২২ বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই জয় দিয়েই শুরু করে মেসিরা।
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় কাতার বিশ্বকাপের বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আকাশী-সাদারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন