বিষাক্ত সাপটাকে দেখতে পাচ্ছেন কি?
ইস্টার্ন ব্রাউন সাপ বিশ্বের সবচেয়ে বিষধর সাপদের অন্যতম। সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক বাড়ির ভেতরে পাওয়া যায় এ সাপটি।
সাপটির বাড়িতে অবস্থানের বিষয়টি প্রথম বুঝতে পারেন ব্রিসবেনের ওই বাড়ির লোকজন। পরে তারা সাপ ধরার লোকদের খবর দিলে তারা এসে সাপটি ধরে নিয়ে যায়।
তবে সাপটি ধরার আগে যখন ঝোপের ভেতর লুকিয়ে ছিল তখন তার কয়েকটি ছবি তোলা হয়। এ ছবিগুলোতে তাকে দেখা খুব কঠিন হয়ে পড়ে। কারণ সাপের শুধু মাথাটিই অল্প করে দেখা যাচ্ছিল। অন্যান্য অংশ একেবারেই ঝোপ-জঙ্গলের সঙ্গে মিশে গিয়েছিল। সূত্র : ডেইলি মেইল।
ভিডিওতে দেখুন সে সাপটি ধরার দৃশ্য-
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন