বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রেমিকা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে গেলে মারধরে এক নারী মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার বিকেলে উপজেলার হামলাকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ফরিদা খাতুন (৩৫)। তিনি উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের মৃত বাবর আলীর মেয়ে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ মাহমুদ খান জানান, ফরিদার সাথে পাশের হামলাকোলা গ্রামের সওদাগরের বিবাহিত ছেলে আব্দুল মজিদের (২৬) পরকীয়া সর্ম্পক ছিল। শনিবার বিকেলে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিক মজিদের বাড়িতে গেলে পরিবারের লোকজন ফরিদাকে মারধর করে। এরপর গুরুতর আহত অবস্থায় ফরিদাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, সংবাদ পেয়ে রবিবার সকালে হাসপাতাল থেকে নিহত ফরিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
১৩-১৪ বছর আগে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে ফরিদার। আর আব্দুল মজিদ চলতি বছর বিয়ে করেছেন বলেও জানান ওসি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















